Home » প্রবন্ধ

প্রবন্ধ

যদিও গল্প লিখতেই আমার সবচেয়ে ভালোলাগে, তবু মাঝে মাঝে মাথায় কিছু ভাবনা আসে যেগুলো প্রবন্ধের আকারে লিখলেই ভালো হয়। নানা কাজের চাপে লেখা হয়ে উঠত না। এদিকে, চক্রবুহ্য (দ্বিতীয় পর্ব) লিখতে শুরু করে এখনো শেষ করে উঠতে পারলাম না। এই অবস্থায় আরেকটা কাজ হাতে নিলে, বিপদ বাড়বে বৈ কমবে না। তাই মনের ইচ্ছা মনের মধ্যে রেখে বসেছিলাম।

গত ৪ঠা আগষ্ঠ ২০১৫-য় কবি ও সাহিত্যিক শ্রী অমিত গুপ্ত মারা গেলেন। তাঁর অন্ত্যেষ্টি কাজে নিজে যেতে পারলাম ন। তাই প্রবন্ধের খাতাটা খুলতেই হল। কারণ শ্রদ্ধা জানানোর কাজটা দূর থেকে সারতে হল।

– কল্লোল নন্দী