Home » Flash Story » দৈনন্দিন – ৩

দৈনন্দিন – ৩

পার্থ বলল, ঘরে বসে থেকে আর পারা যাচ্ছে না যে। মুরলি, এবার কিছু একটা করো।

মুরলি বলল, করোনা-তারিণী পূজো করো।

– ধ্যাত। এইরকম কিছু হয় না কি?

– কেন হবে না? এইভাবেই শুরু হয়েছিল অনেক পূজা। পূজার নামে নিরামিষ খাইয়েই পার্টি দেওয়ার কাজ হয়ে যাবে। অ্যাপিটাইজার, ড্রিঙ্কস-এর কোন ঝামেলা নেই।

তার চেয়ে বড় কারণ হল, এই যে ফেসবুক জুড়ে নতুন কিছু একটা করতে হবে – এই প্রতিযোগিতায় তোমার নাম অনেকের থেকে এগিয়ে থাকবে।

বিপদ-তারিণীর ২০২০ সংস্করণ – করোনা-তারিণী। প্রবর্তকে তোমার নাম লেখা থাকবে। চাঁদ সাওদাগরের মত। পূজার বই, মন্ত্র, এটা-সেটা, পুরোহিত ট্রেনিং – ভেবেছ রয়াল্টির পরিমাণটা? ঊফফ!!!

— শেষ —