Home » ছোটো লেখা » তুমি আসবে বলে

তুমি আসবে বলে

তুমি আসবে বলে
আজ সকালে
গান করেছি।

তুমি আসবে বলে
টবের গাছে
জল দিয়েছি।

তুমি আসবে বলে
আজ ঘড়িতে
দম দিয়েছি।

তুমি আসবে বলে
রান্না করেছি
চোদ্দ পদে।

তুমি আসবে বলে
সারা দুপুর
ঘর ঝেড়েছি।

তুমি আসবে বলে
আসন পেতেছি
ঘরের মাঝে।

তুমি আসবে বলে
মাথা ঘসে আজ
চান করেছি।

তুমি আসবে বলে
ঠাকুর ঘরে
ধুপ জ্বেলেছি।

তুমি আসবে বলে
লাল পাতা থেকে
টিপ পরেছি।

তুমি আসবে বলে
নতুন সিডির
গান শুনেছি।

তুমি আসবে বলে
জানলাতে আজ
পর্দা টেনেছি।

তুমি আসবে বলে
পুরানো পাপোষ
ফেলে দিয়েছি।

তুমি আসবে বলে
ফুলদানিতে
ফুল রেখেছি।

তুমি আসবে বলে
সূর্যকে আজ
যেতে বলেছি।

তুমি আসবে বলে
শিউলি গাছের
পাতা গুনেছি।

তুমি আসবে বলে
কি যেন সব
ভাবতে ভাবতে
কখন যে আমি
ঘুমিয়ে পরেছি।