Home » ছোটো লেখা

ছোটো লেখা

অনেক চিন্তা, কল্পনা, অভিপ্রায়, অনুভূতি, এবং বিশ্বাস গল্পের মাধ্যমে লিখতে গেলে অনেক সময় লাগে। অনেক সময় আমার সেই সময়টা থাকে না। কিংবা গল্প লিখতে লিখতে কখনো ক্লান্ত হয়ে বিষয়টা ছোটো করে লিখে রাখি। সেইগুলো এখানে এক জায়গায় লিখে রাখলাম মাত্র।

আমার কিছু বন্ধুর এগুলো বেশ ভালো লেগেছে। কি জানি মুরগি করছে না কি? সে হোক, আপাতত লিখে রাখি। পরে ভাবা যাবে, এখানে রাখা যায় কি না।

– কল্লোল নন্দী