Home » ছোটো লেখা » পুরানো বন্ধু

পুরানো বন্ধু

তেতুল চুষতে চুষতে টাগরার ছাল উঠে যায়
তখনও মনে হয় আরও একবার; তেমনি হয়
ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা।
যত অর্বাচীন পাকামো-মার্কা অপকর্মের সাক্ষী
একটু মুখ ফসকালেই, আজ সোশ্যাল স্ট্যেটাস নিয়ে টানাটানি
তবু মনে হয় আরও একবার
দেখা হলে বড় ভালো লাগত।
যেমন তেতুল চুষতে চুষতে টাগরার ছাল উঠে যায়
তবু মনে হয় আরও একবার।