Home » ছোট গল্প » চতুর্দশী

চতুর্দশী

ফেসবুক আর কিছু না-করুক, অন্তত পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করতে সাহায্য করেছে, বিশেষ করে যারা অনেক দূরে থাকে। বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা থেকে এর শুরু। সেখানে ঠাট্টা-ইয়ার্কি-ফাজলামি মারতে মারতে, পুরানো দিনের কথা এসে যায়; এ-কথা, সে-কথা, অনেক ভুলে যাওয়া ঘটনা মনে পরে যায়। সেই থেকে আবার শুরু হল।

সে বছর দুর্গাপূজার সময়ে কয়েকদিন কাউকে অন-লাইনে না-পেয়ে ছাত্র জীবনের টুকিটাকি ঘটনা নিয়ে গোটা দুয়েক ছোট গল্প লিখে জয়দীপকে পাঠিয়েছিলাম। সেইদিন ছিল দুর্গাপূজার পরের চতুর্দশী। সেদিন রাতে আমি হোটেলে একা বসে বোর হচ্ছি আর ফেসবুকে জয়দীপের সাথে আড্ডা মারছি। জয়দীপ গল্পগুলো পড়ে দুম করে আবদার করে বসল যে, এই নিয়ে চোদ্দটা গল্প তোকে লিখতেই হবে। একরকম ওর চাপে পরেই শুরু করেছিলাম। আজ সেইগুলো চতুর্দশী নামে প্রকাশ করছি।

– কল্লোল নন্দী