Home » ছোটো লেখা » কার দলে

কার দলে

দেখেছি থেকে বিরোধী পক্ষে
হয়নি কোনই লাভ আখেরে
তাই থাকি আমি বৌয়ের দলে।

বলবি এবার,
তুই একটা ভেজা বেড়াল!
আদর পেলে ক্ষতি কি?
ধীরে ধীরে শুকিয়ে যাবে
বিরোধী দলের চিহ্নটি?

বলবি এবার,
তুই না এক পুরুষ সিংহ!
শুয়ে-বসে আরাম করি
সিংহ হলে, রাখতে হত
এক মাথা চুল বাহারি।

বলবি এবার,
তুই এক্কেবারে ডুবেছিস।
বলি, এইটুকু যদি বুঝতিস –
তলার কুড়ই গাছটা ছেড়ে
খেলুক বাতাস আকাশ জুড়ে
নরম ঘাসে বেড়াই ঘুরে
ক্ষমতার চাবি দিয়ে তারে
থাকি আমি আপন ঘোরে।

বলবি এবার,
তুই দেখছি একটা স্ত্রৈণ।
শান্তিতে বেশ থাকতে পারি –
ওইটুকু তো ভালোবাসা
দুইজনেতে ভাগ করি।

Site Contents