Home » ছোটো লেখা » মওয়াজ্জল

মওয়াজ্জল

আমি সারাদিন বসে আছি একটু উষ্ণতার জন্যে তোমার অপেক্ষায়

ততটা না, যতটা কাছে এলে শরীরের গন্ধ দুর্যোগ ডেকে আনে।

মনের মানচিত্রে দাগ কাটা আছে – কিপ সেফ ডিস্টেন্স – সে এক

দীর্ঘ ব্যবধান – তোমার আঙ্গুল এসে থামায় আমার ঠোঁট। আর তখন

পাকিয়ে ওঠে অপূর্ণতার সোঁদা গন্ধ।

তবু যদি একবার দাড়াও পুকুরের ধারে

রজনীগন্ধা ফুল হাতে করে পড়ন্ত রোদে

ফড়িং হেঁটে যায় জলের উপর দিয়ে, তখন

দায় কি কেবল আমারই একার? তুমিও কি না?

রমণীয় করে তোল দিনগুলো এই আঁজলে।