Home » ছোট গল্প » প্রেম-পর্ব

প্রেম-পর্ব

প্রেম – এর যে কোথা থেকে শুরু, আর কোথায় শেষ – তার যেমন আজো কোন মীমাংসা হয় নি, আমার গল্পগুলোও তেমনই। মেঘদুতে বিরহে প্রেম, তবে শকুন্তলায় কোথায়? প্রায় সকলে বলে, প্রেম কাছে প্রেমিক-প্রেমিকাকে কাছে টেনে আনে। এদিকে আরেকজন কি বলে? বড় প্রেম নাকি দূরেও ঠেলে – আমাদের শরৎচন্দ্র গো। আর রবীন্দ্রনাথ যদি একটা একটা না-বলে দিতেন তা’হলে কোনটা প্রেম আর কোনটা পূজা কেউ কি বুঝতে পারত?

সে যা’হোক, ফিস-ফাস, কানা-ঘুসো এদিক ওদিক থেকে টেনে এনে এক জায়গায় করেছি। বিভিন্ন প্রেম ও অপ্রেম নিয়ে এই প্রেম-পর্বের গল্প।

– কল্লোল নন্দী