Home » ছোট গল্প » চতুর্দশী » কি সেলফিস!

কি সেলফিস!

পরীক্ষার হলে, আমার পেছনের বেঞ্চে বসা একটা ছেলে আমাকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ওই! সেলফিস কথাটার মানে জানিস?

আমি মাথা নাড়িয়ে জানালাম, জানি। পেছন থেকে জিজ্ঞেস করল, বল না?

বলার জন্যে একটু মাথা তুলেছি, দেখি আমার সামনেই ইনভিজিলেটর দাঁড়িয়ে কটমট করে আমার দিকে তাকিয়ে আছেন। সেটা ও দেখতে পাচ্ছে না। কিছুতেই বলতে পারলাম না। ও আবার জিজ্ঞেস করল, সেলফিস কথার মানেটা বল না?

চেষ্টা করলাম, কোন উপায় নাই। ইনভিজিলেটর এমন ভঙ্গিতে তাকিয়ে আছেন যে বললেই আমার খাতা নিয়ে নেবেন। আবার জিজ্ঞেস করল, বল না? কিরে? বল না?

আমার বেঞ্চের অন্যদিকে প্রণব – অত্যন্ত বিরক্ত এই ফিসফাসে। এদিকে জিজ্ঞেসটাও সমানে চলছে।

– কিরে? সেলফিস কথার মানেটা বল না?

প্রণব বিরক্ত হয়ে চাপা স্বরে বলল, স্বার্থপর।

পেছন থেকে উত্তর এলো, ঠিক বলেছিস, কল্লোল যে এত সেলফিস আগে জানতাম না।

ইনভিজিলেটর মুচকি হেসে হলের পেছন দিকে চলে গেলেন, আর প্রণব মাথা নেড়ে নিজের খাতায় মন দিল।

— শেষ —

Site Contents