এই গল্পগুলোর অনেকগুলোই প্রেম-পর্বের মধ্যে দেওয়া যেত। এইগুলোকে আলাদা করে দেওয়ার প্রধান কারণ হচ্ছে পাঠক আগাম বলে দেওয়া যে এইগুলো আকারে বড়। অর্থাৎ পড়তে সময় লাগবে।
যখন লিখতে শুরু করেছিলাম, ভেবেছিলাম এর আকৃতি দেখে কেউই পড়বে না, বা শেষ অবধি পড়বে না। কিছু কিছু জায়গায় নিজে ভুল প্রমাণিত হলে ভালো লাগে। এইটা সেইরকম একটা বিষয়। অনেকেই পড়েছে, মন্তব্য করেছে; এবং সেই সংখ্যাটা ছোটগল্প পাঠকের থেকে কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশী।
তার থেকে আশা পাই যে ভালো গল্প লিখতে পারলে পাঠক ঠিক খুঁজে বের করে পড়ে। তাই এই অংশে লিখতে বসলে চাপটা একটু বেশী থাকে। সবসময় মনে হয় পাঠকের সময় নষ্ট করছি না তো?
– কল্লোল নন্দী