Home » Flash Story » দৈনন্দিন – ১

দৈনন্দিন – ১

মুরলি বলল, বুঝলে পার্থ, আজকাল একধরনের সংক্রামক রোগ হচ্ছে। এতে সাধারণ যুক্তি-বুদ্ধি লোপ পাচ্ছে। কেউ সারাদিন কান্নাকাটি করছে, তো কেউ গান গাইছে, আবৃতি করেছে, কেউ একের পর এক রান্না করছে, কেউ ফেসবুক আপডেট করে চলেছে, কেউ নামি লোকের মৃত্যুতে নিজের প্রচার করছে।

– এর কোন চিকিৎসা নেই?

– এর একমাত্র উপায় হল, ঘুম থেকে উঠে দৌড় করানো যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে। দৌড় শেষ হলেই উপসর্গগুলো আবার দেখা দেবে।

– তাঁরা জানেন না সে কথা?

– বিলক্ষণ জানে।

– তাহলে তাঁরা দৌড়াচ্ছেন না কেন?

মুরলি বলল, বাইরে করোনা নামের চিনা দস্যু ঘুরে বেড়াচ্ছে, তাই।

— শেষ —