পার্থ মুখ ব্যাজার করে মুরালির কাছে এসে জিজ্ঞেস করল, তোমার কাছে ঋষি অরবিন্দর উপরে কোন বই আছে?
মুরালি বলল, এত কিছু থাকতে, হঠাৎ ঋষি অরবিন্দ?
– জানতে ইচ্ছে করছে ওনার মত সক্রিয় বিপ্লবী কেন অনুশীলন সমিতি ছেড়ে আধ্যাত্মিক দিকে চলে গিয়েছিলেন। ভাবছি ওনার পন্থা নেব?
– সে কারণটা কেউ তেমন জানে না। কিন্তু হঠাৎ তুমি এই নিয়ে পরলে কেন?
পার্থ বলল, কি আর উপায়? তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভুল চিহ্নে ভোট দিলে একটা গভীর অপরাধ বোধ হয়।
– তো ঠিক চিহ্নে দিলে না কেন?
– ছিল না তো একটাও যে!