আচ্ছা জ্যামিতির ১০ নম্বর চ্যাপ্টারের কথা মনে আছে তোমার? মুরলি জিজ্ঞেস করল পার্থকে।
পার্থ বলল, না। ঠিক মনে নেই। কেন বলত?
মুরলি বলল, ওই চ্যাপ্টার থেকে সব শুরু হত এইভাবে। গোল মত একটা বৃত্ত আঁক। তার কেন্দ্রে O একটি বিন্দু বসাও। মনে পরে?
পার্থ “হ্যাঁ” বলতে বলতে দেখল মুরলির চোখ সোজা পার্থর ভুঁড়ির দিকে।
পার্থ জামাটা একটু সামনের দিকে টেনে নিয়ে পাল্টা জিজ্ঞেস করল, নিজেরটা কি?
মুরলি বলল, স্নেহ যে আমায় বড়ই স্নেহ করে। তাকে বিদায় করি কি করে?























































