পার্থ কোনদিকে না-তাকিয়ে হনহন করে চলে যাচ্ছে দেখে মুরলি জিজ্ঞেস করল, কোথায় চললে হে ভায়া?
পার্থ বলল, আর বলো না। সরস্বতী পূজা ফেসবুক লাইভে ম্যানেজ করে দিলাম। এখন ভাষা দিবসের জন্যে কুড়ি-পঁচিশখানা মালা চাই। বোঝ ক্লাবের ঝামেলা!
মুরলি বলল, তা তো হবেই। যা নিজের জোড়ে চলে, তাকে আলাদা করে পালন করতে হয় না। “কেন কি”, যা গেছে – সেই সবের দিন পালন করতে হয়। ভাবছি, ক্লাবের জেনেরাল বডি মিটিং-এ গরুর গাড়ী ডে পালন করার প্রস্তাব দেব, সেও তো বিলুপ্তপ্রায়। একসময়ে সমাজে, বানিজ্যে, অর্থনীতি, মায় বাংলা গল্প-সিনেমায় এর ভুমিকা তো কম ছিল না।
— শেষ —