Home » Flash Story » দৈনন্দিন – ৯

দৈনন্দিন – ৯

পার্থ একটা গান গেয়ে থামল। মুরলি বলল, বাহ! তোমার গানের গলা তো বেশ ভাল।

মুরলির কথায় উদ্দীপনা পেয়ে পার্থ বলল, আমিও ভাবছি এবার অন্য সবকিছু ছেড়েছুড়ে গানটাই করব।

মুরলি বলল, শোনো পার্থ, হেমন্ত একজনই হয়। “প্রায় হেমন্ত” সব গলিতে একজন করে থাকে। তাদের পেটে ভাতও জোটেনা। এইটা মনে রেখো।

— শেষ —