পার্থ জিজ্ঞেস করল, আচ্ছা মুরলি একসময়ে চড়া দাগের বাজনাকে লোকে গেঁয়ো মনে করত। আজকাল তো দেখি সবই কান ঝালাপালা করা মিউজিক। তাহলে এখন সেইসব বাজনার পুনঃ-মুল্যায়ন করা উচিৎ না কি?
মুরলি উত্তর দিল, হরিপদর বউয়ের ঝগড়া শুনেছ? কেমন তারস্বরে চেঁচায় সে।
পার্থ একটু বিরক্ত হয়ে উত্তর দিল, ঊফফ্! কিসের সাথে কিসের তুলনা?
মুরলি গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, ওর ঝগড়া শুনে কোনদিন কিছু বুঝতে পেরেছ, কি নিয়ে ঝগড়া করে?
পার্থ কিছুটা বিভ্রান্তিতে পরল।
মুরলি বলল, বিষয়টা খুব সোজা। কথার মধ্যে যুক্তি কম থাকলে আওয়াজটা বাড়িয়ে দিতে হয়। তোমার মিউজিকের বিষয়টাও তাই।
— শেষ —