Home » ছোটো লেখা » তুই কে রে?

তুই কে রে?

তুই আমার বিনিদ্র রজনী
সারা রাতের ঘুম
তুই আমার কাজের প্রেরণা
বিকালের বিশ্রাম
তুই আমার আপদ, বিপদ, আশা, নিরাশা
সকালের চা, ভাত ঘুম
তুই আমার লিপি, স্বরলিপি, আঁকা-ঝোঁকা
সাত তাড়াতাড়িতে বলে ফেলা সব ভুল কথা
তুই আমার মধ্যম, গান্ধার, ঋষবের ঋ
তুই এক তাল ফেরতা অন্য তাল
তুই কিম্ভুত, ভুত্নি, বেতালে চলা সঙ্গী
তুই সত্যাগ্রহের লাঠি, অনশনের জল
তুই বকবক, অকারণ হাসি-ঠাট্টা, তুই গুজবের উৎস
তর্কের শুরু, তর্কের মাঝ, তর্কের শেষ
বিচার, আচার, মধ্যমনি, তুই একপেশে রায়
সকলের মাঝে খিলখিল হাসি, থেই থেই নাচ
তুই হলি সেই বিকালে তোলা সকালের ফুল
সন্ধের বাতি, রাতের নিঝুম, নিগাঢ় এক শীত ঘুম
আদরের মিনি, কুঁই কুঁই করে কোলের মধ্যে ঢোকার আছিলায় পায়ে পায়ে ঘুর ঘুর
তুই অভিমান, রাগ, দুঃখ, আবেশ, নিবেশ
ছুটে চলে যাওয়া এক তীক্ষ্ণ চিন্তা
অবিশ্বাসের ঝোলা থেকে বের হয়ে আসা ছোট্ট সত্যি কথা
তুই আমার জ্বালা, যন্ত্রনা, কাঁটা ফোঁটার কনকনে কোন ব্যাথা
তুই শ্রাবণের মেঘ, আষাঢ়ের জল, ভাদ্রের পচা গরম
তুই কোথাকার কে? যে তোকে নিয়ে আমি লিখব এত কিছু।