পার্থ জিজ্ঞেস করল, আচ্ছা মুরলি, সুন্দরবন এলাকার লোকজন এত বোকা কেন? এমন একটা ঝড় আসছে জেনেও দূরে কোন নিরাপদ আশ্রয়ে চলে গেল না কেন?
মুরলি বলল, ঝড়ে ওদের কম ক্ষতি হয় তাই।
– কেন?
– ঝড়ে কিছু জিনিষ হয়ত তো বেঁচে যাবে। বাড়িঘর ছেড়ে দূরে চলে গেলে, তুমি কি ভাবছ ফিরত এসে একটা জিনিষও পাবে?
– কেন পাবে না?
– তস্করবৃত্তি নামে এক ধরেনের প্রফেশন আছে যারা খুব ভালো বাড়ি পরিষ্কারের কাজ করে। তুমি বোধহয় সে খবর রাখ না।
— শেষ —