Home » Flash Story » দৈনন্দিন – ৪

দৈনন্দিন – ৪

পার্থ বলল, বুঝলে মুরলি, আজকাল এক মহা অসুবিধার মধ্যে পড়েছি। সবার নাক-মুখ ঢাকা। ভালো করে না দেখলে তো অনেকসময় চেনাই যায় না। অনেকে তো আবার ডিজাইনার মাস্ক পড়ছে। যাদের নাক ছোট তারা প্যাডেড মাস্ক পড়ছে। সবাইকে একরকম দেখায়।

মুরলি শান্ত হয়ে উত্তর দিল, সবই অভ্যেস। বুঝলে। দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবে। আরব শেখরা চারটে বউ নিয়ে শপিং করতে বের হয়। সবাই কালো বোরখা পরে। দেখে তো কালো রোবট ছাড়া আর কিছু মনে হয় না। কখনো শুনেছ, কোন আরব শেখ ভুল করে অন্যের বউ নিয়ে বাড়ি চলে গেছে? অত ভেব না। দেখতে দেখতে একদিন সব ঠিক চিনতে পারবে।

— শেষ —