মুরলি বলল, বুঝলে পার্থ, এই যে করোনার ঠেলায় সব কিছু বন্ধ – একেই বলে লাগাতর ধর্মঘট।
পার্থ বলল, কিন্তু এর প্রতি তো জনসাধারণের সমর্থন নেই।
মুরলি জিজ্ঞেস করল, কোনকালের কোন ধর্মঘটে সাধারণ লোকের সমর্থন থাকে হে? বন্ধের দিন দোকান-পাট খুললে চুরি-ছিন্তাই, ভাঙচুর হবে, আর গাড়ি চালালে তাতে আগুন লাগিয়ে দেবে – সেই ভয়ে সবাই বাড়ি বসে থাকে। সেইবেলায় তো কেউ কিছু বলো না।
পার্থ বলল, তা ঠিক। একটু ভেবে জিজ্ঞেস করল, কিন্তু এবারের দাবিটা কি?
– দাবি হল, জনসংখ্যা কমাও।
— শেষ —