পার্থ বলল, মুরলি শুনলে তো? তোমার কথা শুনে সনাতন কি বলল?
– কি বলল?
– বলল, গ্রাম্য এলাকায় এখনও গরুর গাড়ির চল আছে।
মুরলি একগাল হেসে বলল, খোঁজ নিয়ে দেখ সেখানে ভাষা দিবস পালন হয় কি? গরুর গাড়ি এবং বাংলা ভাষা দুইই সেখানে নিজের জোড়ে চলে। তাকে আলাদা করে পালন করতে হয় না। এসব হল শহুরে ব্যাপার।
— শেষ —